বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর হামলা

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২১ ২০:১৩

কৃষকরা জানান, প্রথমে পোস্টার, ব্যানার নিয়ে হাজির হলেও পরে হামলাকারীরা কৃষকদের লক্ষ্য করে পাথর ছোড়ে ও তাদের একাধিক তাঁবু ভেঙে দেয়।

ভারতের দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এ সময় হামলাকারী ও কৃষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

শুক্রবার দুপুরে কৃষকদের ওপর এই হামলা চালায় স্থানীয় দুই শতাধিক মানুষ। হামলাকারীদের দাবি কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক অবস্থান তুলে নিতে হবে।

হামলাকারীরা কৃষকদের অবস্থানে ঢুকে পড়লে তাদের বাধা দেন আন্দোলনরত কৃষকরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস শেল ব্যবহার করে। সংঘর্ষে দুজন পুলিশ কর্মীসহ কয়েকজন কৃষক আহত হয়েছেন।

কৃষকরা জানান, প্রথমে পোস্টার, ব্যানার নিয়ে হাজির হলেও পরে হামলাকারীরা কৃষকদের লক্ষ্য করে পাথর ছোড়ে ও তাদের একাধিক তাঁবু ভেঙে দেয়।

প্রশ্ন উঠেছে , চারদিকে পুলিশের কড়া পাহারা, গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা, এমনকি জলের গাড়ি দাঁড় করাতেও যেখানে ঝামেলা করছিল পুলিশ,তার মধ্যে এত লোক কী করে আন্দোলনস্থলে ঢুকে পড়ল? অনেকেই অভিযোগ করেছেন, সাদা পোশাকে পুলিশকর্মীরাই আন্দোলনকারীদের শায়েস্তা করতে ঢুকে ভাঙচুর চালিয়েছেন।

সিংঘু সীমান্তে সংঘর্ষের ঘটনার পরেই একই ধরনের ঘটনা ঘটে দিল্লি-হরিয়ানার আর একটি সীমান্ত টিকরিতে। সেখানেও একদল যুবক কৃষকদের বিক্ষোভের বিরোধিতা শুরু করেন এবং জায়গাটি খালি করার দাবি জানান। ওই যুবকেরা লাল কেল্লায় ২৬ জানুয়ারির হিংসার কথা উল্লেখ করে জাতীয় পতাকা ‘অবমাননা’ করতে দেয়া হবে না বলে শ্লোগান দিতে থাকে। তবে এখানে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় কোনো সহিংসতা হয়নি।

এ বিভাগের আরো খবর